রামগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। রামগঞ্জ,লক্ষীপুর।



হত দরিদ্র অসহায় এবং শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন।

রামগঞ্জের আলোচিত সংগঠন "সততা ব্লাড ফাউন্ডেশন" এর নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক"রামগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের"সভাপতি হোসাইন কবীর এর উদ্যোগে
শীতার্ত দরিদ্রের জন্য শীতবস্ত্র বিতরণী আয়োজন করা হয়। তবে বিতরনের তারিখ এখনো নিধারীত করা হয়নি।
কারন আমাদের আয়োজন বড় এবং ভালো মানের শীতবস্ত্র দেওয়ার ইচ্ছায়।
আর্থিক ঘাটতি এখন কাটিয়ে উঠতে পারিনি। 
আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের এই মানবিক কাজে,হতে পারে একটি মানুষের জীবন বাচঁবে। আমার সব আর্থিক স্বাবলম্বী বন্ধুের  কাছে মানবিক আবেদন আমরা চেষ্টা করবো একদম ছিন্নমূল মানুষদের কাছে এই তহবিল পৌঁছে দিতে। এর জন্য আমার সকল বন্ধু যদি একটু এগিয়ে আসে তাহলে একটু সহায়তা হয়।যে যা পারেন সহযোগিতা করলে ভালো হয়।
বিকাশঃ( 01718148260 পার্সোনাল) হোসাইন কবির।


Post a Comment

0 Comments