সত্যের পথে চলা সহজ কিন্তু সত্য প্রচার কঠিন।
💥সত্যের পথ বা ধার্মিক।
আপনি যদি সত্যের পথে চলেন বা ধর্ম অনুসরণ করেন এতে কারো কোন সমস্যা নাই,বরং সবাই আপনাকে সম্মান করবে,সবাই আপনার কাজে জন্য শুভকামনা জানাবে।আপনার জন্য দোয়া করবে,সকল শ্রেনি মানুষ সবসময় আপনার পাশে পাবে, হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান সবাই আপনাকে ধর্ম পালনে সাহয্য করবে,যেমন দরেন টুপি,নামাজ, রোজা, হজ্জা,যাকাত এই সব কাজের জন্য আপনাকে সবাই মাথায় তুলে রাখবে, এই সব জিনিস কারো জন্য সমস্যা নাই।আপনার ধর্ম মেনে চলেনে এতে কেউ আপনাকে বাধা দিতে আসবে না,পরিবার, সমাজ,রাষ্ট আপনার বন্ধু হয়ে থাকবে। আপনার পথ চলার সংঙ্গি হয়ে থাকবে।
💥সত্য প্রচার।
আপনি যদি প্রকৃতি ইসলাম মানার সাথে প্রচার এবং ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে সব সমস্যার কারন আপনি, আপনি কোথাও দাম পাবেন না,কেউ আপনাকে মেনে নিবে না,পরিবার, সমাজ এবং রাষ্ট, বরং আপনাকে উল্টো ভিবিন্ন অপকর্মের টেগ লাগিয়ে দিবে, আপনার দূর্বল জায়খা খুজতে থাকবে আর যেভাবে সুযোগ পায় আপনাকে আক্রমন করবেই,কারন আপনি মানুষকে আল্লাহ পথে ডাকেন, ইসলামি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান,ইসলামি অর্থনীতি, ইসলামি রাষ্ট,সব অন্যারে বিরুদ্ধতা করেন, ইসলামি যিহাদ কে বড় আমল মনে করেন,
তাহলে আপনি এই সমাজে আর সহজ জীবন জাপন করতে পারবেন না, আপনার জীবনকে কঠিন করে দিবে,
বর্তমান সমাজে সত্যের পথে চলাও অনেক কঠিন কারন সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ-ঘুস আর বিভিন্ন অপর্কম।
আসুন শত কষ্টের মাঝে সত্য প্রচার এবং প্রতিষ্ঠা করি।এবং আকড়ে দরি কোরআন এবং নবী সাঃ সুন্নাহ কে।
তাহলে আমরা সফল।

Post a Comment
0 Comments